পিএসসির গণিতে অনুপস্থিত ১ লাখ ৫৩ হাজার
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর (পিএসসি) গণিত পরীক্ষায় এক লাখ ৫২ হাজার ৯১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অসদুপায় অবলম্বনের জন্য প্রাথমিকে রোববার একজন পরীর্ক্ষাথীকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার প্রাথমিক এবং ইবতেদায়িতে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিকে ২৯ লাখ ৫০ হাজার ৯২৮ জন পরীর্ক্ষাথীর মধ্যে এক লাখ ১১ হাজার ১০৯ জন অনুপস্থতি ছিল। শতকরা হিসেবে এ হার তিন দশমকি ৭৭ শতাংশ। অনুপস্থিত পরীর্ক্ষাথীদের মধ্যে ছাত্র ৫৮ হাজার ৯৮ জন এবং ছাত্রী ৫৩ হাজার ১১ জন।
অপরদিকে, ইবতেদায়িতে ৩ লাখ ৬ হাজার ১৯৩ জন পরীর্ক্ষাথীর মধ্যে ৪১ হাজার ৮০৫ জন অনুপস্থতি ছিল। শতকরা হিসেবে এ হার ১৩ দশমকি ৬৫ ভাগ। অনুপস্থিত পরীর্ক্ষাথীদের মধ্যে ছাত্র ২৫ হাজার ৪০১ জন এবং ১৬ হাজার ৪০৪ জন ছাত্রী।
প্রসঙ্গত, উভয় পরীক্ষায় মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীর্ক্ষাথী অংশ নেয়ার জন্য নিবন্ধন করে।
এনএম/এসকেডি/এসএইচএস/আরআইপি