অনড় অবস্থানে সিইসি


প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

রাজনৈতিক দলগুলোর নানা দাবি-দাওয়া থাকা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যেই পৌরসভা নির্বাচন করতে হবে।

রোববার দিনভর রাজনৈতিকদলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক শেষে বিকেলে অফিস ছাড়ার সময় সাংবাদিকবদের একথা জানান তিনি।  এর আগে বিএনপি বৈঠক করে কমপক্ষে ১৫ দিন নির্বাচন পেছানোর দাবি করে। এছাড়া জাতীয় পার্টি মনোনয়ন জমা দেয়ার জন্য আরো ১০দিন বাড়ানোর দাবি করে।
 
সিইসি বলেন, রাজনৈতিকদলগুলো নির্বাচন পেছানোর কথা বলছেন। তাদের কথা মতো নির্বাচন পেছানো হলে আইন ভঙ করে নির্বাচন করতে হবে। কেননা অনেকগুলো পৌরসভায় ৩০ তারিখের মধ্যে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। রাজনৈতিকদলগুলোর দাবির বিষয়ে সিদ্ধান্ত ৩০ নভেম্বর  সোমবার জানানো হবে।

নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন মোতাবেক নির্বাচন করতে হলে ডিসেম্বর আমাদের শেষ সময়। তা না হলে আইন ভঙ করে করতে হবে।

এসব বিষেয় সিইসি সাংবাদিকদের বলেন, ফেব্রুয়ারির ১ তারিখ এসএসসি পরীক্ষা রয়েছে, আর সবগুলো পৌরসভার মেয়াদ থাকবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আর অনেকগুলো পৌরসভায় ৩০ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। জানুযারিতে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলবে। কাজেই ৩০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। কেননা, সেটাই আমাদের শেষ সময়। অন্যথায় আইন ভঙ হবে।

এমপিদের প্রচারণার সুযোগ সৃষ্টির বিষয়ে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের প্রধান স্টেকহোল্ডার। তারা যে কোনো কথা বললে আমরা অত্যন্ত গুরুত্বসহকারে নিই। আমরা যদি আইনের মধ্যে থেকে তা না করতে পারি, তবে তাদের বিষয়টি জানিয়ে দেবো।

বিএনপির আটক নেতাকর্মীদের মুক্তির বিষয়ে ইসির করণীয় জানতে চাইলে কাজী রকিব উদ্দীন আহমদ বলেন, আমাদের যে অ্যাকশনগুলো, তাতে আইনি প্রক্রিয়ায় তারা (বিএনপির নেতারা) উচ্চ আদালতে যাবেন। তারা (আদালত) যে সিদ্ধান্ত নেবেন, আমরা সে অনুযায়ী কাজ করবো। তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। হয়রানিমূলক গ্রেফতার করা হলে তার উপরেও প্রুভ (প্রমাণ) রয়েছে। তাই কাউকে অযাচিত হয়রানি করা হবে না, উচিত নয়।
 
অন্য এক প্রশ্নের জবাবে সিইসি সাংবাদিকদের বলেন, দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে আলোচনা করে সোমবার বিস্তারিত
জানানো হবে।

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ২৩৬টি পৌরসভায় ভোট হবে।  মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।

এইচএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।