তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে সাংবাদিকদের উপর হামলা
রাজধানীর তেজগাঁও এলাকার ট্রাকস্ট্যান্ডের উচ্ছেদ অভিযানে শ্রমিক-পুলিশের সংঘর্ষের খবর সংগ্রহকালে আন্দোলনরত শ্রমিকদের হামলার শিকার হন সাংবাদিকরা। রোববার পুলিশকে সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ট্রাকস্ট্যান্ডে এলাকা থেকে অবৈধভাবে পার্কিং করা ট্রাক সরাতে গেলে শ্রমিকরা এ হামলা চালায়।
এসময় পেশাগত দায়িত্বপালনকালে শ্রমিকদের ইট-পাটকেলে আহত হয়েছেন যমুনা টেলিভিশনের রিপোর্টার কামরুল হাসান ও ভিডিও পারসন রুহুল আমিন। তাদের সর্বশেষ অবস্থা জানা যায়নি।
এর আগে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে আহত হন- বিডিনিউজের আলোকচিত্রী তানভীর আহমেদ সজীব।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে উচ্ছেদ অভিযান চালানোর সময় সাতরাস্তা মোড়ের ট্রাক শ্রমিকরা সিটি কর্পোরেশনের উচ্ছেদকর্মীদের বাধা দেয়। পরে পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় সিটি কর্পোরেশনের উচ্ছেদকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হলে পুলিশ গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধের ঘটনাও ঘটে।
এআর/এসএইচএস/আরআইপি