রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ


প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৮ নভেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ১৯ দিন পর ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আইন অনুষদের ডিন অধ্যাপক বিশ্বজিৎ চন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৬ ডিসেম্বর উর্ত্তীণদের মধ্যে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জোড় রোল নম্বরধারীদের এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিজোড় রোল নম্বরধারীদের সাক্ষাৎকার বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্স ভবনের ৩য় তলার আইন অনুষদে গ্রহণ করা হবে।

এতে আরো জানানো হয়, অনলাইনে ধফসরংংরড়হ.ৎঁ.ধপ.নফ তে বিভাগের পছন্দক্রমের ফরম ৪ ডিসেম্বর ২০১৫ শুক্রবার রাত ১০টার মধ্যে পূরণ করে প্রিন্ট নিয়ে সাক্ষাৎকারে আসতে হবে। সাক্ষাৎকার শেষে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষামাণ তালিকা প্রকাশ করা হবে।

এ বছর ভর্তি পরীক্ষায় ১৬ হাজার ৪১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫৩৩ জন ভর্তিচ্ছুকে প্রাথমিকভাবে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

গত ৯ নভেম্বর ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম দিনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাশেদ রিন্টু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।