বিহারে মদ নিষিদ্ধের ঘোষণা নীতিশের


প্রকাশিত: ০৯:০১ এএম, ২৭ নভেম্বর ২০১৫

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিহারে মদ নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।  বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, আগামী বছরের ১ এপ্রিল থেকে রাজ্যে মদ সম্পূর্ণ নিষিদ্ধ হবে।

এর আগে ১৯৭৭-১৯৭৮ সালেও মদে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু তা কার্যকরীভাবে প্রয়োগ করা হয়নি। নীতিশ কুমার বলেন, শুধুমাত্র মদের কারণে সবচেয়ে বেশি  দুর্ভোগে পড়ে নারী এবং নিম্ন আয়ের মানুষ। মদ বিক্রি থেকে প্রতি বছর রাজ্য সরকার ৪ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে থাকে। কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে আগামী আর্থিক বছর থেকে মদ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজ্য সরকার এ ব্যাপারে নতুন নীতি তৈরি এবং বর্তমান আইনে পরিবর্তন করবে বলেও তিনি জানান।

নীতিশ কুমার বিহারের বিধানসভা নির্বাচনের আগে মদ নিষিদ্ধ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে রাজ্যের নারীরা তা সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিলেন। নারীদের জোরালো দাবির ভিত্তিতে ক্ষমতায় গেলে নীতিশ কুমার বিহারে সম্পূর্ণভাবে মদ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছিলেন। নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রীর আসনে বসার এক সপ্তাহের মধ্যেই তা কার্যকর করার নির্দেশ দিলেন।

এদিকে বিহারে মদ নিষিদ্ধ করার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ওয়েলফেয়ার পার্টি অব  ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে পশ্চিমবঙ্গেও মদ নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।