কাশ্মীরে সেনা শিবিরে হামলায় নিহত ৪


প্রকাশিত: ১১:৩১ এএম, ২৫ নভেম্বর ২০১৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পাকিস্তান সীমান্তের কাছে তঙ্গধারে ভারতীয় সেনা শিবিরে হামলার ঘটনায় তিন হামলাকারী ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল সোয়া ছয়টার দিকে তিন থেকে চার হামলাকারী ভারী অস্ত্র নিয়ে লাইন অব কন্ট্রোলের কাছের ওই ক্যাম্পে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তঙ্গধর সেনা ব্যাটেলিয়ন সদরদপ্তরে পেছন দিক থেকে আক্রমণ করে হামলাকারীরা। এ সময় অস্ত্রধারীরা গ্রেনেড বিস্ফোরণও ঘটায়। বিস্ফোরণে সেনাবাহিনীর একটি তেলের পাম্পে আগুন ধরে যায়।

হামলার পরে সেনাবাহিনী অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা সেনা অভিযানের পর ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্যাম্পটিতে অন্তত ৮০ সেনা সদস্য ছিল। নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা বলেন, তিন সশস্ত্র হামলাকারী ও এক বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।  

তিনি বলেন, হামলাকারীরা একে-৪৭ রাইফেল নিয়ে অফিসার্স মেসের ভেতরে অবস্থান নেয় এবং একটি ট্যাঙ্ক উড়িয়ে দেয়। এতে এক ব্যক্তি আহত হয়েছেন।

দুই সপ্তাহ আগে কুপওয়ারার মানিগাহ এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে নামে সেনা সদস্যরা। গত সপ্তাহে ওই অঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে সন্তোষ মাহাদিক নামে এক সেনাসদস্য নিহত হয়।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।