১৫৩ জনকে আইএস-এবিটি নামে হুমকি দেয় আব্দুল হক


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৫ নভেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রফেসর অ্যামিরেটাস আনিসুজ্জামান, জাফর ইকবাল, দৈনকি প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খাঁনসহ ১৫৩ জন বিশিষ্ট ব্যাক্তিকে ইসলামিক স্টেটস (আইএস) এবং আনসারুল্লাহ বাংলা টিমের নামে হত্যার হুমকি দিয়েছিল আব্দুল হক।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার রাজধানীর তেজগাঁও থেকে আব্দুল হককে গ্রেফতার করে ডিবি পুুলিশ। গ্রেফতারের পর আব্দুল হকের দুটি ল্যাপটপ ও একটি স্মার্টফোন থেকে হুমকি দেয়ার প্রমাণ পাওয়া গেছে।

মনিরুল ইসলাম জানান, আব্দুল হক বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ প্রফেসর মুনতাসির মামুন, বুদ্ধিজীবী ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবির, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইনমন্ত্রী শফিক আহম্মেদসহ সমাজের গুরুত্বপূর্ণ নাগরিক, রাজনীতিবিদদের হত্যার হুমকি দেয়।

তিনি আরও জানান, আসামি আব্দুল হক দীর্ঘদিন ধরে নিজ পরিচয় গোপন করে ফাইজুর রহমান, সালেহ আহম্মেদ ফোয়াদ ও মাওলানা সাদ নামে ফেসবুক আইডি খুলে তাদের মোবাইল ফোন নম্বার স্পুফিংয়ের (ক্লোন) মাধ্যমে ব্যবহার করে আসছিল। সে পরবর্তী সময়ে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের মোবাইল নম্বার সংগ্রহ করে তাদের মোবাইলে বিভিন্ন ধরণের অশ্লীল এবং প্রাণনাশের হুমকি মূলক বার্তা প্রেরণ করে আসছিল।

মনিরুল ইসলাম জানান, আব্দুল হক জকিগঞ্জের একটি মাদ্রাসার শিক্ষক। সে পূর্ব শত্রুতার জের ধরে অন্যদের মোবাইল নম্বর ব্যবহার করে হুমকি দিয়ে থাকে। আরবি ও বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ও আইটি এক্সপার্ট। সে ইন্টারনেটে আইএসের লেখা পড়ে উদ্বুদ্ধ হয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

এদিকে আব্দুল হককে জামায়াতে ইসলামীর একজন সমর্থক দাবি করেছে পুলিশ। তবে দলে তার পদের বিষয় সম্পর্কে কিছুই জানায়নি পুলিশ।

এআর/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।