আইএসের বিরুদ্ধে সেনা পাঠানোর পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তিনি বলেছেন, কথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দুর্বল। তাই তাদের বিরুদ্ধে যুদ্ধে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই। খবর বিবিসির।
ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার পর অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেনটেটিভে দেয়া এক বক্তৃতায় টার্নবুল এ কথা বলেন। ১৩ নভেম্বরের ওই হামলায় ১৩০ জন নিহত হয়েছে। প্যারিসে এ হামলার দায় স্বীকার করেছে আইএস।
এর আগে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোট প্যারিস হামলার পর আইএসকে মৃত্যুর পূজারী বলে মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে অস্ট্রেলিয়াকে সেনা পাঠাতে বলেছিলেন তিনি।
এদিকে ইরাক ও সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন জোট আগে থেকেই বোমা হামলা চালিয়ে আসছে। অস্ট্রেলিয়া ওই জোটের অংশ।
প্রধানমন্ত্রী টার্নবুল বলেন, আইএস মিথ্যা প্রচারণার ওপর নির্ভরশীল। আমরা তাদের প্রতারণায় বোকা বনে যাব না। তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় অবশ্যই আইএসকে হারতে হবে। তাদের মতাদর্শ আদিম হলেও তারা অত্যাধুনিক ইন্টারনেট ব্যবহার করে। আইএসের যতটা বন্দুক আছে, তার চেয়ে বেশি রয়েছে স্মার্টফোন। আর আইএসের যত যোদ্ধা রয়েছে তার চেয়ে বেশি রয়েছে টুইটার অ্যাকাউন্ট।
এসআইএস/পিআর