খেতাবপ্রাপ্ত বিমান বাহিনীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


প্রকাশিত: ১০:৫১ এএম, ২২ নভেম্বর ২০১৫

সশস্ত্র বাহিনী দিবস-২০১৫ উপলক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার রোববার বিমান বাহিনীর ফ্যালকন হলে স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেন।

এসময় বিমান বাহিনী প্রধান উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং ২৪ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের মাঝে উপহার সামগ্রী/চেক প্রদান করেন।

এসয়  উপস্থিত ছিলেন শহীদ ফ্লা. লে. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান, এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার (অব.), বীর উত্তম, মরহুম এয়ার ভাইস মার্শাল এম খাদেমুল বাশার, বীর উত্তম এর স্ত্রী ফাতেমা জহুরা শিরিন বাশার, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ (অব.) বীর উত্তম,  গ্রুপ ক্যাপ্টেন সামছুল আলম (অব.), বীর উত্তম, ও মাস্টার ওয়ারেন্ট অফিসার সৈয়দ রেজওয়ান আলী, বীর প্রতীক।

এসএ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।