কুমিল্লায় আটক চার বিদেশি ২ দিনের রিমান্ডে
বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে কুমিল্লা সীমান্তে আটক চার বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার কুমিল্লার ১নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ তাদের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত একটার দিকে ভারত সীমান্তবর্তী কুমিল্লার আদর্শ সদর উপজেলার কেরানীনগর এলাকা থেকে গোলাবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা চার দেশের চার বিদেশি নাগরিককে আটক করে।
আটকরা হলেন, ক্যামেরুনের দুওয়ালা ইয়াউনডি এলাকার মৃত এমমিরা জেনেভি নিকোলোর মেয়ে এমমিরা গোফাং (৩২), কঙ্গোর মুওগলি থানার ব্রাজ্জা গ্রামের মৃত ডিপোকো মিউরিসের ছেলে থোমাস ওকো (৩৮), কিংডম অব লেছুথুর সেতিরেকে জেলার মটসে গ্রামের আবদু বুবার ছেলে আবদু নাসারা (৩০) ও গিনির মটোটু থানার মটোটু গ্রামের মৃত আমাদু কামারার ছেলে হামিদু কামারা (৩২)। ওই দিনই অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।
রোববার বিকেলে কোতয়ালী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সামছুজ্জামান জাগো নিউজকে জানান, ওই চার বিদেশি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের বিষয়টি রহস্যজনক, তাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মো. কামাল উদ্দিন/এমজেড/পিআর