কর্মসূচি ডেকে মাঠে নেই গণজাগরণ মঞ্চ


প্রকাশিত: ০৬:১৩ এএম, ২১ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির ডাক দিলেও মাঠে দেখা যায়নি গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদেরকে।

শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গণজাগরণ মঞ্চের কোনো কর্মীকে শাহবাগের প্রজন্ম চত্বরে দেখা যায়নি।

এর আগে গতকাল বিক্ষোভ সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, আমরা এখন থেকে ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলিয়ে যাব। আমরা আশা করছি সরকার দ্রুত সময়ের মধ্যেই এ রায় কার্যকর করবে।

এমনকি কর্মসূচি সম্পর্কে জানতে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে মঞ্চের আরেক নেত্রী লাকী আক্তার জাগো নিউজকে বলেন, কর্মসূচি বাতিল করা হয়নি। বিকেলে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করবো।

এমএইচ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।