রিয়ালের বিপক্ষে খেলতে প্রস্তুত মেসি
হাঁটুর চোট কাটিয়ে দলের সাথে অনুশীলনে ফিরছেন মেসি। তবে এখনও শতভাগ ফিট নন। এরপরও শনিবার বছরের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে খেলতে প্রস্তুত মেসি। এমনটাই জানিয়েছেন খোদ বার্সেলোনা কোচ লুইস এনরিকে।
মেসির খেলার সম্ভাবনা নিয়ে কোচ লুইস এনরিকে বলেন, লিও দলে ফিরেছে, এটা স্বাভাবিকভাবে ইতিবাচক। সে ফিট আছে; অনুশীলনে ফিরেছে এবং এটা আমাদের জন্য দারুণ খবর।
গত সেপ্টেম্বরে লাস পালমাসের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন মেসি। গত সোমবারে বার্সেলোনার অনুশীলনে ফিরেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। শুক্রবারের সংবাদ সম্মেলনে এনরিকে আরও বলেন, এখনও আজকের অনুশীলন সেশন রয়েছে এবং কিছু বিষয়ে কথা বলারও আছে। আমরা জানি, সে (মেসি) শতভাগ ফিট নয়; এটা অসম্ভব।
এদিকে মেসির ক্লাসিকোর দলে থাকা নিশ্চিত করেছেন এনরিকে। তবে মেসি প্রস্তুত বলে জানালেও রিয়ালের বিপক্ষে খেলার পুরোপুরি নিশ্চয়তা দিতে পারেননি বার্সেলোনা কোচ।
এসম্পর্কে তিনি বলেন, আজ ও আগামীকাল এবং ম্যাচের এক ঘণ্টা আগেও মেসির সঙ্গে কথা বলব, তারপরই সিদ্ধান্ত চূড়ান্ত করব।
এমআর/এমএস