রংপুর রাইডার্সের লোগো উন্মোচন


প্রকাশিত: ১১:২১ এএম, ২০ নভেম্বর ২০১৫

বিপিএলের তৃতীয় আসরের জন্য আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো রংপুর রাইডার্স। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে উন্মোচিত হলো রংপুর রাইডার্সের লোগো, জার্সি ও থিম সং। জমকালো আয়োজনের মধ্য দিয়ে জার্সি উন্মোচনের পর রংপুর রাইডার্সের থিম সং-এ কণ্ঠ দেয়া দুই সংগীতশিল্পী কনা ও পলাশ গানটির সাথে পারফরম্যান্স করে মঞ্চ মাতান। এছাড়া ক্রিকেটাররাও দর্শকদের সামনে দলের নতুন জার্সি তুলে ধরেন।

দলের অধিনায়ক ও আইকন ক্রিকেটার সাকিব আল হাসান স্ত্রীকে সময় দিয়ে যুক্তরাষ্ট্রে থাকলেও, প্রথম ম্যাচের আগেই দলের সাথে যোগ দিবেন বলে জানান ফ্র্যাঞ্চাইজি চেয়ারম্যান মোস্তাফা রফিকুল ইসলাম। এছাড়া দলের বিদেশি ক্রিকেটাররাও শনিবারের মধ্যেই দলের সঙ্গে যোগ দিবেন বলে জানানো হয়।

দলটির চেয়ারম্যান মোস্তাফা রফিকুল ইসলাম আরও জানান, এবারের লড়াই শিরোপার লড়াই। শিরোপা এবার জিততেই হবে। সাকিবের মতো বিশ্বসেরা খেলোয়াড় দলে রয়েছে। এ ছাড়া দেশি-বিদেশী খেলোয়াড়রাও বেশ ভালো। তাই আমাদের লক্ষ্য শিরোপা জয় করা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে রংপুর রাইডার্স। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ তামিম ইকবালের চট্টগ্রাম ভাইকিংস। তাই ২২ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিব-তামিমের লড়াইটা দেখার সুযোগ পাবে ক্রিকেট প্রেমীরা।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।