প্রস্তাবিত স্বতন্ত্র নিয়োগবিধি বাস্তবায়নের দাবি


প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২০ নভেম্বর ২০১৫

মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রস্তাবিত স্বতন্ত্র নিয়োগবিধি বাস্তবায়ন করাসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি এম হারুন অর রশিদ বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নের লক্ষ্যে যদি আলাপ-আলোচনা করে কার্যকর পদক্ষেপ না নেয়া হয় তাহলে সামনে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।

এ সময় ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো :

এক.  অবিলম্বে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের স্বতন্ত্র নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে।

দুই. মা ও শিশুদের টিকা প্রদানকারী স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যদা দিতে হবে।

তিন. স্বাস্থ্য পরিদর্শকদের পদনাম অপরিবর্তিত রেখে ২য় শ্রেণি পদমর্যদা দিতে হবে।

চার. স্বাস্থ্যপরিদর্শক থেকে পদায়নকৃত জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক নিয়মিত করতে হবে।

পাঁচ. অবিলম্বে মাঠপর্যায়ে জনসংখ্যার ক্রমবর্ধমান হারে পদ সৃষ্টি করতে হবে।

ছয়. ৮ম জাতীয় বেতন কমিশনের স্বাস্থ্যকর্মীদের যথার্থ মূল্যায়ন করতে হবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন; সংগঠনের সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ প্রমুখ।  

এএস/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।