মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৮ নভেম্বর ২০১৫

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চাঁদপুুরের আদালত।

বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এর আদালত এই আদেশ দেন। মিলনের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম জাগো নিউজকে জানান, গত ২০০৬ সালে জেলার কচুয়া উপজেলার তেতইয়া গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি নিহত হয়।

ওই মামলায় আসামি ছিলেন মিলন। বুধবার মামলার শুনানির দিন ধার্য্য করা ছিল। কিন্তু বিবাদী আদালতে উপস্থিত হতে না পারায় তার আইনজীবীরা সময় আবেদন করেন। আদালত ওই আবেদন খারিজ করে দিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ইকরাম চৌধুরী/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।