ইন্টারনেট সেবা পুনরায় চালু
সারাদেশে ইন্টারনেট সেবা পুনরায় চালু হয়েছে। বুধবার দুপুর ২টা ৩০মিনিটের দিকে ইন্টারনেট সেবা পুনরায় চালু হয়। এর আগে দুপুর ১টা ১৫ মিনিটের পর থেকে দেশজুড়ে ইন্টারনেট সেবা ছিল না। ওই সময় কার্যত অচল হয়ে পড়েছিল ইন্টারভিত্তিক বিভিন্ন সেবা ও অনলাইন সংবাদমাধ্যমগুলো।
তবে জনগণের সুবিধার্থে সাময়কিভাবে ফেসবুক, ভাইবার ও হোয়াটস অ্যাপ বন্ধ রয়েছে বলে জানেয়েছে বাংলাদেশ টেলিকমিউকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের এ সাইটগুলো বন্ধ থাকবে বলেও জানায় বিটিআরসি।
এআরএস/পিআর