নাক কান গলা ও হেড-নেক এর বিশেষায়িত কর্মশালা


প্রকাশিত: ০২:৪২ এএম, ১৮ নভেম্বর ২০১৫

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগে তিন দিনব্যাপী বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। একই সময়ে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে কান পঁচা, কানের ক্যানসার, সিএসএফ রাইনোরিয়া,  স্কাল বেইসের টিউমার, বিভিন্ন কারণে মুখ বেঁকে যাওয়াসহ বিভিন্ন জটিল অপারেশন করা হবে।

চীন ও ভারতের স্বনামধন্য ইএনটি সার্জন ডাঃ ফেং গুওদং ও ডাঃ নারায়ণ জয়শঙ্করসহ দেশের প্রখ্যাত সার্জনরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন বলে জানিয়েছেন কোর্স পরিচালনাকারি মিটফোর্ড হাসপাাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মনিলাল আইচ লিটু।

আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কর্মসসূচিতে অংশগ্রহণ করতে আগ্রহী চিকিৎসক এবং রোগীদের ৩০ নভেম্বর ২০১৫ এর মধ্যে রেজিষ্ট্রেশনের জন্য অধ্যাপক ডাঃ মনিলাল আইচ লিটু বিভাগীয় প্রধান, নাক, কান, গলা ও হেড-নেক সার্জারী বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা, মোবাইলঃ ০১৭১১৬১৭৭৩৫ অথবা ডাঃ ওবাইদুল ইসলাম (সুমন) আবাসিক সার্জন, নাক, কান, গলা ও হেড-নেক সার্জারী বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা, মোবাইলঃ ০১৭৬৪৭০৭০৫০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

এমইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।