অবৈধভাবে দেশে আসার পথে বেনাপোলে আটক ৮
অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় যশোরের বেনাপোল পোর্ট থানার বেনাপোল-গাতিপাড়া সড়ক থেকে সোমবার সকালে শিশুসহ আট বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটকরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার খায়রুলের ছেলে নাজমুল (২২), সুলতান শেখের ছেলে আব্দুস ছাত্তার (৪০), যশোর সদরের হরেন হালদারের ছেলে আপন হালদার (২৫), আজিজুল মিয়ার ছেলে শফিকুল (২৪), তার স্ত্রী রুপা (১৮), খুলনার বারাকপুরের পিয়াল শেখের স্ত্রী তাজমিন (২০), শিশু তামিম (৩) ও ফরিদপুর মোস্তফাপুরের আলী মণ্ডলের স্ত্রী রাহেমা (৫৫)।
বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন জাগো নিউজকে জানান, সকালে আটক ব্যক্তিরা অবৈধ পথে সীমান্ত দিয়ে পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় তাদের আটক করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জাগো নিউজকে জানান, আটকদের দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
মো. জামাল হোসেন/এমজেড/পিআর