মানিলন্ডারিং অপরাধ তদন্ত করতে পারবে পুলিশ-সিআইডি
অপরাধ তদন্তে দুদকের পাশাপাশি পুলিশ, সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ কাস্টমস ও কর বিভাগ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে সম্পৃক্ত করার বিধান রেখে মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন ২০১৫ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ৮ম অধিবেশনের গতকালের বৈঠকে বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরিত হয়। ২০১২ সালে প্রণীত আইনের কার্যকারিতা বৃদ্ধি এবং তদন্ত সংক্রান্ত বিধানসমূহ কার্যকরার প্রয়োজনীয়তা দেখা দেয়। আইনে উল্লেখিত ২৭টি অপরাধের মধ্যে অধিকাংশ অপরাধের তদন্তকারী সংস্থা যেমন পুলিশ, জাতীয় রাজস্ব বোর্ড জটিলতার সস্মুখীন হয়।
আইনের সংশোধনের জন্য এর আগে গত ১১ অক্টোবর মানিলন্ডারিং (সংশোধন) অর্ডিন্যান্স ২০১৫ জারি করা হয়। অর্ডিন্যান্সটি আইনে পরিণত করার জন্য বিলটি আনা হয়।
এছাড়া রোববার সংসদে ‘উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ আইন, ২০১৫ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইন ২০১৫ উত্থাপিত হয়েছে। ‘উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ আইন, ২০১৫ বিলটি সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রেলওয়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণ নিরাপত্তা ও সুরক্ষার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইন ২০১৫ বিল সংসদে উত্থাপিত হয়েছে। বিলটি উত্থাপন করেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।
এইচএস/এসএইচএস/আরআইপি