ই-ক্যাবের যাত্রা শুরু


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৮ নভেম্বর ২০১৪

বাংলাদেশে ই-কমার্স সেক্টরকে উন্নয়নের লক্ষ নিয়ে যাত্রা শুরু করল ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এরমধ্যেই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের প্রায় ৭০টি ই-কমার্স প্রতিষ্ঠান ই-ক্যাবের সদস্য হয়েছে। তারা শুধু দেশের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চান না, বর্হিবিশ্বেও ছড়িয়ে দিতে চান ই-কমার্সের কার্যক্রম। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অায়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ সংগঠনটির মূল বিষয়বস্তু তুলে ধরেন। তিনি বলেন, আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে প্রতিটি গ্রামের মানুষ অনলাইনে পণ্য কেনা-বেচা করবে। অামরা বিশ্বাস পর্যটন শিল্প, শিক্ষাসহ সবক্ষেত্রেই ই-কমার্সের ছোঁয়া লাগবে। বাংলাদেশের প্রতিটি জেলার বিখ্যাত পণ্যসমূহ অনলাইন শপিং সাইটের মাধ্যমে চলে যাবে বর্হিবিশ্বের কাছে। মূলত অামরা এ লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছি।

বর্তমানে কয়েকশ ই-কমার্স প্রতিষ্ঠান থাকলেও আইন ও অবকাঠামো না থাকায় নিরাপদ লেনদেন করা সম্ভব হচ্ছে না। এমন কোনও উপযুক্ত প্রতিষ্ঠান নেই যারা ই-কমার্সের প্রতারণা রোধে কাজ করছে। তাই সকল সমস্যাসহ পণ্য-সেবা সরবরাহের সমস্যা সমাধানে ই-ক্যাব কাজ করবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, শিক্ষা সচিব এন আই খান, সংগঠনের সহ-সভাপতি সৈয়দা গুলশান ফেরদৌস, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, যুগ্ন সম্পাদক মীর শাহেদ আলী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।