ভৈরবে দু্ই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০


প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৬ নভেম্বর ২০১৫

আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভৈরবে দুই গ্রামবাসীর দু’দফা সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন।

উপজেরার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে রোববার রাত ও সোমবার সকালে দু’দফা সংঘর্ষে এ ঘটনা ঘটে। সোমবার সকালে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে ৫৪ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এসময় দুই পুলিশসহ ৩০ জন আহত হয়।

আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মানিক মিয়া, মো. বাদশা মিয়া, হাসিনা বেগম, মুকুল হোসেন, আবু সামা, আলমগীর মিয়া, মহসিন, আক্কাছ, রাজীব হোসেন, মোহাম্মদ আলী, আবু বকর, জুয়েল মিয়া। এদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবানীপুর গ্রামের সোলায়মান বংশের হুমায়ুন গ্রুপ ও বদুর বংশের জয়নাল মেম্বারের সমর্থকরা এলাকায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওইদিন রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। এসময় উভয়পক্ষের ১০/১২ জন আহত হয়। পরে সোমবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শত শত লোক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়।

ভৈরব থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. বদরুল আলম তালুকদার জানান, সংঘর্ষের খবর পেয়ে তৎক্ষণাত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতেই পুলিশ ৫৪ রাউন্ড গুলি ছুড়ে বলে তিনি স্বীকার করেন।

আসাদুজ্জামান ফারুক/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।