হকিতে ওমানকে হারাল যুবারা


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৫ নভেম্বর ২০১৫

জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১। রোববার মালয়েশিয়ার কুয়ানতানে তীব্র উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ৫-৪ গোলে ওমানকে হারিয়েছে যুবারা।

খেলার তৃতীয় মিনিটে আল লাওয়াতির গোলে এগিয়ে যায় ওমান। এক মিনিটের মধ্যে রোমান সরকারের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ১১ মিনিটে আশরাফুল ইসলামের পেনাল্টি স্ট্রোকের গোলে ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। চার মিনিট পর বাংলাদেশকে ৩-১ গোলে এগিয়ে দেন আরশাদ হোসেন।

ওমানের লাওয়াতি ২০তম মিনিটে ওমানের লাওয়াতি ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করলেও ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

ওমান দ্বিতীয়ার্ধের শুরুতে আল খালিদের গোলে স্কোরলাইন ৪-৩ করে ম্যাচে উত্তেজনা ফেরায়। এরপরই আশরাফুলের ব্যক্তিগত দ্বিতীয় গোলে ব্যবধান বাড়িয়ে নেয় মাহবুব হারুনের দল।

৫৬তম মিনিটে আল শাইবি গোল করলেও ওমানকে দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয়। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-২ গোলে হারে তারা।

উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে (গতকাল)শনিবার পাকিস্তানের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশের অনূর্ধ্ব-২১।শেষ ম্যাচে আগামী মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে যুবারা।

জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।