তুরস্কে আত্মঘাতী বিস্ফোরণে চার পুলিশ আহত
তুরস্কের দক্ষিণাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে সন্দেহভাজন এক ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে। এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর এএফপির।
তুরস্কের বার্তা সংস্থা দোগান নিউজ অ্যাজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের গাজিয়ানতেপ শহরের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন আইএস জঙ্গির আত্মঘাতী বিস্ফোরণে চার পুলিশ কর্মকর্তা আহত হয়।
১০ অক্টোবর আঙ্কারায় একটি শান্তি মিছিলে জোড়া আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১০২ জন নিহত হয়। এ ঘটনার তদন্তের অংশ হিসেবে ওই ভবনে অভিযান চালায় পুলিশ। এ সময় বিস্ফোরণ ঘটিয়ে সন্দেহভাজন ওই জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়।
তুরস্কের আনতালিয়ায় জি-২০ সম্মেলন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের প্রধান ও প্রতিনিধিরা মিলিত হয়েছেন। চলতি সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠেয় ওই সম্মেলনে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলোচনা হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আগে আনতালিয়া থেকে তিনশ কিলোমিটার দূরে ওই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিকে, শনিবার দেশটিতে সন্দেহভাজন সাত আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে তুরস্কের পুলিশ। একই দিনে ফ্রান্সের প্যারিসে ভয়াবহ হত্যাযজ্ঞের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। শুক্রবার সন্ধ্যায় প্যারিসের পৃথক ছয়টি স্থানে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন।
এসঅাইএস/আরআইপি