প্যারিসে হামলার প্রতিবাদ ফেসবুক ব্যবহারকারীদের


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১৪ নভেম্বর ২০১৫

ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়ে ১৫৩ জন মানুষকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা। তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছেন বাংলাদেশি ফেসবুকাররাও।

এমন ঘৃণ্য হামলার পর বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের ফেসবুক প্রোফাইল আপডেট করে প্রোফাইল পিকচারকে করছেন তিনরঙা। ফ্রান্সের পতাকার আদলেই তারা সবাই নিজেদের প্রোফাইলকে সাজিয়েছেন।

এদিকে শুক্রবারের ওই হামলায় ১৫৩ জনের প্রাণহানির পর ফেসবুক ‘প্যারিস টেরর অ্যাটাকস’ নামের একটি সেফটি পেজ চালু করেছে। প্যারিসের ফেসবুক বন্ধুরা কেমন আছেন তা জানার জন্যে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এ উদ্যোগ নিয়েছে।

সেফটি চেক পেজে বলা হয়েছে, দ্রুত খোঁজ এবং ওই এলাকার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করো’ এবং ‘তুমি যদি জানো সে নিরাপদে আছে তাহলে মার্ক করো’।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ একটি পোস্টে বলেন, আমি আজকে প্যারিসে থাকা সবার কথা ভাবছি। এমন সহিংসতার জায়গা কোনো দেশ অথবা শহরে নেই। আমরা সেফটি চেক চালু করেছি, যদি আপনারা প্যারিসে থাকেন তাহলে আপনি, আপনার বন্ধু ও পরিবার নিরাপদে আছে কী না সেটা চেক করে নিতে পারবেন।

হামলার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাঁদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।