হল ছাড়তে হবে বেরোবি শিক্ষার্থীদের
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কারণে ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। গত বুধবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হল ছাড়ার এমন নির্দেশে গভীর অসন্তোষ বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের প্রায় এক হাজার শিক্ষার্থীর মাঝে। হলের আবাসিক একাধিক ছাত্র-ছাত্রী জানান, কর্তৃপক্ষের বিবেচনায় রাখা উচিত ছিল হল বন্ধ থাকলে আমরা কোথায় থাকব?
এদিকে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকলে থাকা-খাওয়া নিয়ে চরম ভোগান্তি পোহাতে হবে এসব শিক্ষার্থী এবং অভিভাবকদের।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম রনি জাগো নিউজকে বলেন, আগামী ৬,৭,৮ ও ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কঠোর নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় খোলা রেখে হল বন্ধ রাখা প্রশাসনের উদ্ভট সিদ্ধান্ত।
হল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী জাগো নিউজকে বলেন, যেহেতু ভর্তি পরীক্ষার আলাদা ভেন্যু থাকছে না তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এমজেড/এমএস