রিয়াজ-ওয়াজের বিরুদ্ধে অভিযোগ দাখিল ৪ জানুয়ারি


প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১২ নভেম্বর ২০১৫

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন ফকির ও পলাতক ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন।

আগামী ৪ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করার জন্য পরবর্তী দিন ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

প্রসিকিউটর ঋষিকেশ সাহা সাংবাদিকদের বলেন, এই মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দানের তারিখ ছিল বৃহস্পতিবার। তবে আমরা আদালতের কাছে সময় আবেদন করার কারণে আদালত ৪ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা, প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি, প্রসিকিউটর জেয়াদ আল মালুম, প্রসিকিউটর জাহিদ ইমাম ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।