নিম্ন পদে চাকরি করতে পারবে না জাবির শিক্ষক-কর্মকর্তারা


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১২ নভেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা অন্য কোনো বিশ্ববিদ্যালয় নিজের পদের চাইতে নিম্ন পদে চাকরি করতে পারবে না।

বহস্পতিবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রশাসন। গত অক্টোবর মাসের এক বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক,কর্মকর্তা কিংবা কর্মচারী অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তার বর্তমান পদবীর নিম্ন কোনো পদে চাকরির জন্য আবেদন করলে উক্ত চাকরির দরখাস্ত গ্রহণ করা হবে না এবং চাকরি গ্রহণের ক্ষেত্রে লিয়েন ছুটি মঞ্জুর করা হবে না।

এই বিজ্ঞপ্তি প্রকাশ করার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক তরিকুল ইসলাম ফ্যকাল্টি মেম্বার অব জাহাঙ্গীরনগর নামের একটি ফেসবুক গ্রুপে ক্ষোভ প্রকাশ করে বলেন, কেউ একজন জাবিতে অধ্যাপক আছেন উনি আমেরিকাতে  অধ্যাপক হিসেবেই যেতে পারবেন না সেটা আমার মনে হয় যুক্তিযুক্ত হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, জাহাঙ্গীরনগর থেকে অনেক শিক্ষকই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাহিরের অনেক বিশ্ববিদ্যালয়ে তাদের পদের চাইতে নিম্ন পদে চাকরি করার সুযোগ পান। তবে প্রশাসনের এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে ওই সব বিশ্ববিদ্যালয় থেকে বঞ্চিত হবেন শিক্ষকরা।

হাফিজুর রহমান/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।