আরও ১৫০০ মার্কিন সৈন্য ইরাক যাচ্ছে


প্রকাশিত: ০৩:০২ এএম, ০৮ নভেম্বর ২০১৪

ইরাকে আইএস (ইসলামিক স্টেট) দমনে আরও ১৫০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার এর অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর আলজাজিরার।

হোয়াইট হাউসের দেওয়া এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, মাঠে আমাদের মিত্রদের শক্তিশালী করতে আরও ১৫০০ সেনা পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট আজ (শুক্রবার) অনুমোদন দিয়েছেন। ওই সেনারা কুর্দি বাহিনীসহ ইরাকি নিরাপত্তা বাহিনীকে সহায়তা ও পরামর্শ প্রদান করবে।

হোয়াইট হাউসের ম্যানেজমেন্ট ও বাজেট বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ওবামা প্রশাসন দেশটির কংগ্রেসের কাছে ইরাক ও সিরিয়া অভিযানের জন্য আরও ৫৬০ কোটি ডলার চাইবে।

নতুন করে ইরাকে মার্কিন সৈন্য মোতায়েনের মধ্য দিয়ে দেশটিতে অবস্থানরত মার্কিন সৈন্যের সংখ্যা দ্বিগুণ হবে। এদের মধ্যে অনেককেই আনবার প্রদেশে পাঠানো হবে। সৈন্যরা পেশমার্গা বাহিনীসহ ইরাকি প্রায় ১২টি বাহিনীকে প্রশিক্ষণ দেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।