মুক্তি পাচ্ছে না শাকিব-জয়ার প্রেম কাহিনি (ভিডিও)


প্রকাশিত: ০১:০৬ পিএম, ১০ নভেম্বর ২০১৫

সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ছবিতে জাতীয় দলের ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ক্রিকেট ও ক্রিকেটার শব্দ দুটি জড়িয়ে থাকায় স্বভাবতই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছিলো ক্রিকেটপাগল মানুষদের মধ্যে।

ছবিটি দেখার অপেক্ষায় দিনও গুনছেন ক্রিকেটপ্রেমীরা। কর্তৃপক্ষও চাইছিলেন দ্রুত ছবিটি মুক্তি দিতে। কিন্তু ছবিটি এই বছরে আর মুক্তি পাচ্ছে না বলেই জানালেন এর নির্মাতা সাফি উদ্দিন সাফি। মুক্তির ঠিক তিনদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপত্তির মুখেই সেন্সরে আটকে গেল শাকিব-জয়ার প্রেমকাহিনি।

ছবিটিতে শাকিব খান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক চরিত্রে অভিনয় করেছেন। স্বাভাবিকভাবেই ছবিটিতে জড়িয়ে আছে কোটি বাঙালির আবেগের ক্রিকেট। কিন্তু এর ট্রেলার প্রকাশের পর সেখানে দেখা যায় ক্রিকেট ও ক্রিকেটারের হাস্যকর এবং অবাস্তব নিয়ম-রীতিহীন উপস্থাপন। এটি নিয়ে সর্বত্রই সমালোচনার ঝড় ওঠে।

পাশাপাশি সেন্সর বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে ‘কোন গ্রহের ক্রিকেটার শাকিব খান?’- এই শিরোনামের ২১ অক্টোবর একটি সংবাদ জাগো নিউজে প্রকাশ হয়। এরপর থেকে গণমাধ্যমে ছবিটি নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক। বিষয়টি আমলে নিয়ে সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দায়িত্ব দেয়।

সেই আমন্ত্রণে ২৮ অক্টোবর ছবিটির বিশেষ প্রদর্শনীতে হাজির হন বিসিবির দুই প্রতিনিধি। তারা সেন্সর বোর্ডে ছবিটি দেখে গেছেন। ক্রিকেটের নিয়ম-কানুন ঠিক আছে কি না এবং বাংলাদেশের ক্রিকেটের ইমেজ যথাযথভাবে ফুটে উঠেছে কি না, খুঁটে খুঁটে সেসবও দেখেছেন তারা। আর জানিয়েছেন নিজেদের নেতিবাচত মতামত। ছবিটিতে ক্রিকেট উপস্থাপন ও ক্রিকেট বোর্ডের লগো ব্যবহার নিয়ে আপত্তি প্রকাশ করেছে বিসিবি। তাই এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত হলে যাওয়ার কোনো সুযোগ নেই ছবিটির।

পরিচালক সাফি উদ্দিন সাফি গণমাধ্যমে জানান, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি- ২’ ১৩ নভেম্বর মুক্তি পাবে বলে সব ধরণের প্রস্তুতি নিয়েছিলাম আমরা। প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস মুভিজ প্রচার-প্রচারণাও শুরু করেছিল। কিন্তু বিসিবির আপত্তিতে আপাতত ছবিটির প্রদর্শনী স্থগিত করা হয়েছে। ছবিতে ক্রিকেট বোর্ডের লগো ব্যবহার নিয়ে তাদের একটু আপত্তি আছে। এমন আরও কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে ক্রিকেট বোর্ড থেকে একটা পর্যালোচনা এসেছে সেন্সর বোর্ডে। একটু সময় লাগবে। এ বছরে আর ছবিটি মুক্তি দেয়া সম্ভব হবে না। কেননা, বিসিবির ছাড়পত্র কিছুটা সময় লাগবেই।’

এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিপত্তি ঘটলো ছবিটির ছাড়পত্র পেতে। এর আগে বানান নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির মুখে পড়েছিলো। বাংলা একাডেমির নতুন বানান রীতির কারণে গোলমাল হয়ে গেল ‘কাহিনী/কাহিনি’ বানানে। অবশেষে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী- ২’ থেকে বদলে নাম রাখা হলো ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি- ২’।

প্রসঙ্গত, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি- ২’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এখানে তার বিপরীতে রয়েছেন জয়া আহসান। এছাড়া আরো অভিনয় করেছেন ইমন, মৌসুমী হামিদ, ওমর সানি, শহিদুল ইসলাম সাচ্চুসহ অনেকেই। অতিথি চরিত্রে দেখা যাবে আসিফ, এবং সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমনকে।

দেখুন ছবিটির ট্রেলার :


এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।