রুশ হামলায় সিরিয়ায় আইএসের ৪৪৮ স্থাপনা ধ্বংস
সিরিয়ায় তিন দিনে রাশিয়ার বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৪৪৮টি স্থাপনা ধ্বংস হয়েছে। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত তিনদিনে সিরিয়ায় ১৩৭ দফা অভিযান চালিয়ে এ সব স্থাপনা ধ্বংস করা হয়। দেশটির আলেপ্পো, ইদলিব, দামেস্ক, লাতাকিয়া, হামা এবং রাকাহ্ প্রদেশে এ সব অভিযান চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর ক্রোনাশেনকোভ বলেন, গত কয়েক দিনে তুলনামূলক ভাবে রুশ অভিযানের সংখ্যা কমেছে। তবে পাশাপাশি লক্ষ্যবস্তুতে হামলার সংখ্যা তুলনামূলকভাবে বাড়ানো হয়েছে।
তিনি বলেন, রুশ অভিযানের মুখে সমগ্র সিরিয়াতে সন্ত্রাসীদের রণকৌশলের পরিবর্তন ঘটেছে। একমাস আগে যে ভাবে বেপরোয়া ছিল সন্ত্রাসীগোষ্ঠীগুলো এখন তা নেই। এ ছাড়া রুশ এবং সিরীয় সেনা অভিযানের মুখে সন্ত্রাসীরা অব্যাহত ভাবে নিজেদের অবস্থান বদল করতে বাধ্য হচ্ছে।
এসঅাইএস/এমএস