৭ খুন : তারেক সাঈদের জামিন আবারও নামঞ্জুর


প্রকাশিত: ০৫:১১ এএম, ০৯ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় সোমবার সকালে গ্রেফতারকৃত ২২ আসামিকে হাজির করা হয়েছিল। ওই সময়ে শুনানিতে চার্জশিটভুক্ত আসামি র‌্যাব-১১ এর সাবেক ক্যাম্প কমান্ডার চাকরিচ্যুত লে. কর্নেল তারেক সাঈদের জামিন আবারও না মঞ্জুর করেছেন আদালত।
 
নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিক ঈমামের আদালতে শুনানিতে ওই আবেদন নামঞ্জুর করা হয়। আদালত আগামী ৩০ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
 
নারায়ণগঞ্জ আদালতের এপিপি ফজলুর রহমান জাগো নিউজকে জানান, আদালতে তারেক সাঈদের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। আদালত সেটা নামঞ্জুর করেছেন। কারণ তারেক সাঈদ হলো পুরো ঘটনার নায়ক।

তিনি আরো জানান, সাত খুনের ঘটনায় অ্যাডভোকেট চন্দন সরকারের জামাতা বিজয় পাল ও নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি পৃথকভাবে দুটি মামলা করেন। সোমবার শুনানির পর বিজয় পালের মামলাটি জজ কোর্টে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।
 
মো.শাহাদাৎ হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।