ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ০৪:৫২ এএম, ০৯ নভেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শাহীনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার বুধন্তি ইউনিয়নে শশই গ্রাম থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহত শাহীনার স্বামী বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক নানা বিষয় নিয়ে কলহের জের ধরে শাহীনার স্বামী বাবুল তাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতেন। এরই জের ধরে রোববার রাতে বাবুল শাহীনার উপর শারীরিকভাবে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করে মরদেহ বাড়ির পাশে ঢাকা-সিলেট মহাসড়কে ফেলে রাখেন। পরে খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তবে শাহীনার স্বামীর বাড়ির লোকজনদের দাবি শাহীনাকে কোনোরকম শারীরিক নির্যাতন করা হয়নি। মহাসড়ক পারাপারের সময় গাড়িচাপায় শাহীনার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল পাশা জাগো নিউজকে বলেন, ঘটনাটি রহস্যজনক বলেই মনে হচ্ছে। নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বাবুল মিয়াকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।