পরিচালক বাপ্পাদিত্য আর নেই


প্রকাশিত: ০৩:৪২ এএম, ০৯ নভেম্বর ২০১৫

না ফেরার দেশে চলে গেলেন কলকাতার জনপ্রিয় নির্মাতা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়।  শনিবার রাত পৌনে ৯টায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। জানা গেছে, বেশকিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন বাপ্পাদিত্য। শুক্রবার থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন। চিকিৎসকেরা জানান, তার ‘মাল্টি অরগ্যান ফেইলিওর’ হয়েছিল।

বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবি ‘সম্প্রদান’। তারপর একে একে ‘শিল্পান্তর’, ‘কাঁটাতার’, ‘হাউসফুল’, ‘কাগজের বউ’, ‘এলার চার অধ্যায়’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি।

তার একটি ছবি ‘শোহরা ব্রিজ’ গোয়া চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান প্যানোরমায় নির্বাচিত হয়েছে। তার অকাল প্রয়াণে কলকাতা বাংলা সিনেমা মহলে নেমে এসছে শোকের ছায়া।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।