আজকের এইদিনে : ০৯ নভেম্বর
১৭৯৮ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ গভর্নরের আদেশে কলকাতায় রবিবারে ঘোড়দৌড় ও সব রকম জুয়াখেলা নিষিদ্ধ হয়।
১৮১৮ খ্রিস্টাব্দের এই দিনে রুশ ঔপন্যাসিক ইভান তুর্গেনিভের জন্ম।
১৮৭৭ খ্রিস্টাব্দের এই দিনে উর্দু কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের জন্ম।
১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ায় বিপ্লবের পর লেনিনের নেতৃত্বে গঠিত হয় শ্রমিক-কৃষকের প্রথম সরকার।
১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি কবি গিইয়োম আপোলিনায়োরের মৃত্যু।
১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে নেপালের রাজা বীরেন্দ্র নতুন সংবিধান চালু করে দলহীন পঞ্চায়েত ব্যবস্থার অবসান ঘটান।
১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগর এলাকায় দুই লক্ষ সেনা পাঠায়।
১৯৫৩ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ কবি ডিলান টমাসের মৃত্যু।
এইচআর/এমএস