এক কোটি গ্রাহকের মাইলফলকে এয়ারটেল
দ্রুত উন্নতি লাভ করা টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এক কোটি গ্রাহকের কাস্টমার বেজের মাইলফলক পার হওয়ার ঘোষণা দিয়েছে।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ২০১০ সালে বাংলাদেশে যাত্রা শুরু করার পর পাঁচ বছরের স্বল্প সময়ের মধ্যে অনেক সাফল্যের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি এবার এক কোটি গ্রাহকের মাইলফলকও পাড়ি দিলো কোম্পানিটি।
এই বিশেষ অর্জন উপলক্ষে এয়ারটেলের এমডি এবং সিইও পিডি শর্মা বলেন যে কোন টেলিযোগাযোগ কোম্পানির জন্যই এক কোটি গ্রাহকের মাইলফলক একটি বহুল আকাঙ্খিত লক্ষ্য এবং এর মাধ্যমে কোম্পানির প্রতি গ্রাহকদের আস্থা এবং বিশ্বস্ততার প্রকাশ পাওয়া যায়।
আমি সকল গ্রাহক, পার্টনারগণ, সংশ্লিষ্ট সরকারী সংস্থা, এবং অন্যান্য অংশীদারদের এয়ারটেলে তাদের বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাই। আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এক সাথে এবং অধ্যবসায়ের সাথে কাজ করার জন্য আমি আমার টিম মেম্বারদেরও ধন্যবাদ জানাই।
এয়ারটেল বাংলাদেশে সবচেয়ে নবীন অপারেটর এবং প্রথম থেকেই উদ্ভাবনী প্রোডাক্ট, সেবা এবং প্রযুক্তির উপর মনোযোগ দিয়ে আসছে যেন এর ইয়ুথ-কেন্দ্রিক গ্রাহকদের আরো ভালো সেবা দেওয়া যায়।
বর্ধনশীল এবং ডাটাভিত্তিক ডিজিটাল সমাজকে সহায়তা করতে এয়ারটেল বাংলাদেশ এর থ্রিজি স্মার্টফোন নেটওয়ার্ককে এর টুজি কাভারেজের ৫০ শতাংশেরও বেশী এলাকায় বিস্তৃত করেছে। গ্রাহকদের আরো ভালো থ্রিজি সেবাদানের জন্য এবং সেবা প্রদানকে আরো গতিশীল করার জন্য একাধিক থ্রিজি প্যাক নিয়ে আসা হয়েছে যা গ্রাহককে উন্নততর সেবা দিয়ে থাকে।
আরএম/এআরএস