বঙ্গোপসাগর থেকে অস্ত্রসহ দুই জলদস্যু আটক


প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের নিকটবর্তী বঙ্গোপসাগরে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ দু’জলদস্যুকে দুঃসাহসিকভাবে আটক করেছে মাঝিমাল্লারা। বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আটক দুই জলদস্যুসহ মাঝিমাল্লাদের উদ্ধার করে কূলে নিয়ে আসে কোস্টগার্ড।

আটককৃতরা হলেন মহেশখালীর সোনাদিয়া দ্বীপের আবদুস ছামাদের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২৪) ও একই এলাকার শাহ আলমের ছেলে জামাল (২৫)। তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ছোট ট্রলার অপহরণ করে সোনাদিয়ার সশস্ত্র জলদস্যুরা। পরে ওই ট্রলারের সাহায্যে তারা আরো কয়েকটি ট্রলারে ডাকাতি করে।

এক পর্যায়ে সশস্ত্র জলদস্যুরা এফবি শরীফা নামের একটি ট্রলারে ডাকাতি করতে উঠলে ওই ট্রলারের জেলেরা দুঃসাহসিকতার সঙ্গে দুই সশস্ত্র জলদস্যুকে আটক করে। পরে কোস্টগার্ডকে খবর দিলে তারা ডাকাত দুইজনসহ জেলেদের উদ্ধার করে কূলে নিয়ে আসে।

আটক ডাকাত জামাল সোনাদিয়ার কুখ্যাত জলদস্যু সম্রাট নাগু মেম্বারের ভাতিজা এবং অপরজন ভাগিনা বলে জানিয়েছেন স্থানীয়রা।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।