উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধিতে এটুআই


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

দেশের মেধাবী প্রকৌশলী শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সমস্যা সমাধানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসাব) বেশ কয়েক বছর যাবৎ কার্যক্রম পরিচালনা করে আসছে। এবার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করেছে এটুআই।

সম্প্রতি এসাব আয়োজিত আন্তর্জাতিক প্রকৌশলী উদ্ভাবন সামিট বাংলাদেশ-২০১৫-এর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে এটুআই সক্রিয় অংশগ্রহণ করে। এসব কার্যক্রম নিয়মিতভাবে যৌথ প্রয়াসে আয়োজন করা এবং মেধাবী প্রকৌশলী শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহ প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারকের মাধ্যমে মেধাবী প্রকৌশলী শিক্ষার্থীরা নাগরিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এছাড়া সদস্যরা এ সমঝোতার মাধ্যমে এটুআই প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ পাবে। এর ফলে এটুআই প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রমে মেধাবী তরুণ সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে এবং নাগরিক সেবায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।