অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ না পেয়ে সর্বশান্ত মালিকরা


প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

খুলনা মংলা বন্দর রেল লাইন নির্মাণ প্রকল্পের অধিগ্রহকৃত জমির মূল্য বাজারদর থেকে কয়েকগুণ কম নির্ধারণ করেছে সরকার। সেই সঙ্গে বসত-বাড়ি ও গাছপালার ক্ষতিপূরণ না পেয়ে সর্বশান্ত হতে চলেছে চার শতাধিক জমির মালিক।

এদিকে, আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে ৩ ধারা নোটিশে আপত্তি দেয়া সত্বেও বিষয়টি আমলে নিচ্ছে না জেলা প্রশাসন।

জমি মালিকদের এসব দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। খুলনা মংলা পোর্ট নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পের ক্ষতিপূরণের দাবি আদায়ের সংগ্রাম কমিটির ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক শেখ আবিদ হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারি বিধি অনুযায়ী তিন ধারা নোটিশের আগে নির্মাণ করা ঘর-বাড়ির ক্ষতিপূরণ পেয়ে থাকে অধিগ্রহণকৃত জমির মালিকরা। কিন্তু খুলনা জেলা প্রশাসন তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এতে পথে বসার উপক্রম হয়েছে জমি মালিকরা। যথাযথ ক্ষতিপূরণ আদায়ের জন্য দীর্ঘ দিন ধরে জেলা প্রশাসনের কাছে আবেদন, মানববন্ধন পালন করলেও কাজ হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে কাফনের কাপড় পড়ে মিছিল, অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরো জানান, অধিগ্রহণকৃত জমির মধ্যে বিলডাকাতিয়া বিলে সাড়ে ১১ হাজার টাকা, তেলিগাতি মৌজার ৬০ হাজার টাকা ও শিরোমণি মৌজার সাড়ে ৯৪ হাজার টাকা করে মূল্য নির্ধারণ করেছে সরকার। যা বর্তমান বাজারদর থেকে ৫ থেকে ১০ গুণ কম মূল্য নির্ধারিত হয়েছে।

আলমগীর হান্নান/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।