ডিসেম্বরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ


প্রকাশিত: ০৫:৪৪ এএম, ০৩ নভেম্বর ২০১৫

চলতি বছরের ডিসেম্বরে দুবাইতে আবারও বসছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। সিরিজে টেস্ট ও ওয়ানডে বা শুধু ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ হবে। এমনকি ভারত সম্মত হলে হতে পারে ত্রিদেশীয় টুর্নামেন্ট। এমনটাই দাবী করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।
 
স্থানীয় এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে শাহরিয়ার খান বলেন,  যদি ভারত ত্রিদেশীয় সিরিজ খেলতে রাজী হয়, তাহলে ত্রিদেশীয় সিরিজও হতে পারে। তবে এই মুহূর্তে আমরা ভিন্ন কিছুই চিন্তা করছি।

এদিকে পাক-ভারত ক্রিকেট সম্পর্ক নিয়ে টানাপোড়েনের মাঝে এমন বোমা ফাটানোর পর বিসিবি বলছে উল্টো কথা। সহ-সভাপতি মাহবুবুল আনাম বলেছেন, পিসিবির সঙ্গে এমন অনেক কথাই তো হয়েছে। কিন্তু চুক্তি সই না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়।

এর আগে ডিসেম্বরে ভারতের সাথে পাকিস্তানের সিরিজ হওয়ার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেই বিষয় এড়িয়ে যায়। এরপর বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিয়েছিল ভারত। এমন প্রস্তাবে রাজি হয়ে পাকিস্তান চেয়ারম্যান ছুটে গিয়েছিল ভারতে। এরপর শিবসেনা হামলার ঘটনায় তা আবারও পণ্ড হয়ে যায়।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।