হবিগঞ্জে শিবির সভাপতিসহ আটক ১০


প্রকাশিত: ১২:৩০ পিএম, ০২ নভেম্বর ২০১৫

হবিগঞ্জে নাশকতার অভিযোগে বৃন্দাবন কলেজ ছাত্রশিবির সভাপতিসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ভোরে শহরের রাজনগর এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, লিফলেট, কম্পিউটার, মোবাইল ফোন, ব্যানারসহ সরকার বিরোধী বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

আটকরা হলেন, সরকারি বৃন্দাবন কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজিজুল হক বাবুল, কলেজ ক্যাম্পাস সভাপতি আমির হামজা, শিবির নেতা মো. ইয়াহিয়া, শহর শাখার সভাপতি সোহাগ খান, শিবির কর্মী মাসুম বিল্লাহ, নাজমুল হাসান, রাশেদুল ইসলাম, হাফিজুর রহমান, মনিরাজ হাসান অপু, আব্দুল জলিল।

সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির। তিনি জানান, রাজনগর এলাকার জনৈক গোলাম সারোয়ারের বাসার ৫ম তলায় জামায়াত-শিবির নেতাকর্মীরা নাশকতার চেষ্টার লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এখলাছুর রহমান খোকন/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।