কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ কর্মী আটক


প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ৩০ অক্টোবর ২০১৫

কুমিল্লায় একটি বিদেশি পিস্তলসহ রনি (২২) নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বালুতোপা এলাকা থেকে স্থানীয়রা রনিকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

রাত সোয়া ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. আবদুর রব। ওসি জানান, রনির অবৈধ অস্ত্রের বিষয়ে থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকৃত রনি ওই এলাকার আবু তাহেরের ছেলে।

কামাল উদ্দিন/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।