বরিশাল মেডিকেলের তিন চিকিৎসককে শোকজ


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৬ অক্টোবর ২০১৫

আদালতের নির্দেশ না মানায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসককে শোকজ করা হয়েছে।

আগামী ৫ নভেম্বরের মধ্যে স্ব-শরীরে আদালতে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাবুল ইসলাম এই নির্দেশ দেন।

শোকজপ্রাপ্ত চিকিৎসকরা হলেন, শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন)। বর্তমানে পদটি শূণ্য থাকায় শোকজে কোনো নাম উল্লেখ করা হয়নি।
অন্যরা হলেন, অর্থোপেডিক বিভাগের ইউনিট-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. খাদেমুল ইসলাম ও সার্জারি ইউনিট-৪ এর সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশীবপুর এলাকার কামরুজ্জামান সুমন প্রতিপক্ষের হামলায় আহত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। পরে মেডিকেল রিপোর্ট নিয়ে আহতের বাবা আব্দুল হামিদ হাওলাদার ২৫ সেপ্টেম্বর বাদী হয়ে নামধারী ও অজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হানিফ হাসপাতালের দেয়া মেডিকেল রিপোর্ট ত্রুটিপূর্ণ (আঘাতপ্রাপ্ত উল্লেখ নেই) দেখে ২০১৪ সালে দু’বার এবং চলতি বছর দু’বার শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নতুন করে রিপোর্টের জন্য আবেদন করেন।

আবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের সাড়া না পেয়ে গত ৫ এপ্রিল তিনি আদালতের কাছে আবেদন করেন জখমি সার্টিফিকেট পাওয়ার জন্য।

আদালত ৮ অক্টোবরের মধ্যে রোগীর ছাড়পত্র এবং জখমি সার্টিফিকেট দিতে মেডিকেল পরিচালককে নির্দেশ দেন। কিন্তু ওই সময়ের মধ্যে ছাড়পত্র এবং জখমি সার্টিফিকেট প্রদান না করায় সোমবার শোকজ দেয়া হয়।

সাইফ আমীন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।