দুই অ্যালবাম নিয়ে আসছেন রাকিব মোসাব্বির
সময়ের আলোচিত সংগীত শিল্পী ও সংগীত পরিচালক রাকিব মোসাব্বির। গানকে ভালোবেসে নিভৃতে করে চলেছেন গানের চর্চা। এরইমধ্যে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন।
তারিই ধারাবাহিকতায় শিগগির মুক্তি পাচ্ছে তার সংগীত পরিচালনায় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত নতুন দুটি অ্যালবাম ‘প্রিয়তমা’ ও ‘মন যে দেওয়ানা’।
প্রিয়তমা অ্যালবামে গান লিখেছেন মেহেদি মহসিন, রাকিব মোসাব্বির ও কলকাতার অধ্যায়ন ধারা। আর মন যে দেওয়ানা অ্যালবামের কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী ও রাকিব মোসাব্বির। এই দুটি অ্যালবামে গান গেয়েছেন রাকিব মোসাব্বির`সহ দুই বাংলার নতুন প্রজন্মের শিল্পীরা। এছাড়া দুটি আ্যলবামেই থাকছে নতুন সংগীত আয়োজনে একটি করে রবীবন্দ্রসংগীত ও রাধারমন ও লালনের।
‘প্রিয়তমা’ অ্যালবামটি মুক্তি পাবে নতুন একটি অডিও প্রযোজনা সংস্থা থেকে এবং ‘মন যে দেওয়ানা’ আ্যলবামটি মুক্তি পাবে রাকিবের নিজস্ব অডিও প্রযোজনা সংস্থা ‘টোন ফেয়ার’ থেকে।
ইতিমধ্যে রাকিব প্রতিষ্ঠা করেছেন ‘আরএম মিউজিক ফ্যাক্টরি’ নামক নিজস্ব মিউজিক স্টুডিও যেখানে ভারত এবং বাংলাদেশের নতুন প্রজন্মের শিল্পী, সুরকার ও গীতিকাররা এক যোগে কাজ করছে। প্রতিষ্ঠা করেছেন ‘আরএম এন্টারটেইনমেন্ট’ নামক ভিজ্যুয়াল প্রোডাকশন, যেখান থেকে ইতিমধ্যে ভারতও বাংলাদেশে এক যোগে মিউজিক ভিডিওর কাজ শুরু করেছেন।
এছাড়া ‘টোন ফেয়ার’ নামে তার একটি ডিজিটাল অডিও প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। টোন ফেয়ার থেকে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে অনলাইন ডিজিটাল ডিস্ট্রিবিউশন এবং মোবাইল কন্টেইনে ‘রামু মিক্স’, ‘সাজনা’ ও ‘মন পাখি’ অ্যালবামগুলো।
উল্লেখ্য রাকিব মোসাব্বির এ পর্যন্ত প্রায় দুই শতাধিক গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। অডিও বাজারের নামকরা অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে রয়েছে তার প্রায় ১৫টির উপরে অ্যালবাম। তার সংগীতে শ্রোতাপ্রিয় গান রয়েছে প্রায় অসংখ্য।
এলএ