বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের জবাব দেয়া হবে


প্রকাশিত: ০৭:১০ এএম, ২৬ অক্টোবর ২০১৫

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি বলেছেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।

রোববার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের খলিলুর রহমান ডিগ্রি কলেজের নতুন দ্বিতল ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন। পরে তিনি খলিলুর রহমান কলেজে ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন।

বাঁশতৈল কলেজ মাঠে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক বিএসসি, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শামসুর আলম, বাঁশতৈল কলেজের অধ্যক্ষ ফাইজুর রহমান, মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. সেলিম সিকদার, যুগ্ম আহ্বায়ক শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মিল্টন প্রমুখ।

পরে এমপি একাব্বর হোসেন উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা দাখিল মাদরাসায় ৬১ লাখ টাকা, পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ে ৫৮ লাখ টাকা ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় ভবন নির্মাণে ১ কোটি ১৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।