বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত ১২


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০২ নভেম্বর ২০১৪

ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত অঞ্চলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১২ নিহত হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, রবিবার শিয়া সম্প্রদায়ের তীর্থযাত্রীদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।


খবরে বলা হয়েছে, পবিত্র আশুরা পালনের প্রস্তুতি নিচ্ছিল শিয়া সম্প্রদায়ের লোকরা। আরবী মাস অনুযায়ী আগামী ১০ মহরম পবিত্র আশুরা পালিত হবে। ৬৮০ সালের এই দিনে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন কারবালার প্রান্তরে এজিদ বাহিনীর কাছে শহীদ হন। তখন থেকেই এ দিন আশুরা হিসেবে পালিত হয়ে আসছে।


সম্প্রতি ইরাকে সহিংসতার মাত্রা বেড়ে গেছে। দেশটিতে যে ইসলামিক স্টেট যোদ্ধাদের উত্থান হয়েছে তারা শিয়া সম্প্রদায়ের লোকদের হত্যা করাকে বৈধ মনে করছে। তাদের মতে, শিয়া সম্প্রদায়ের লোকেরা নাস্তিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।