নাটোরে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৪ অক্টোবর ২০১৫

নাটোরে বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুর, বির্সজনের শোভাযাত্রায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি পরিতোষ অধিকারী, সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সরকার, অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, অ্যাডভোকেট ভাস্কর বাগচী, বাবলু কুমার চন্দ প্রমুখ।

বক্তারা বলেন, বিভিন্ন সময় নাটোরের বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুর করে ধর্মের ওপর আঘাত হানা হয়েছে। অথচ আজ পর্যন্ত একটি ঘটনাতেও জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়নি। ফলে দুর্বৃত্তরা উৎসাহী হয়ে আরো বেশি করে এ রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য গুরুদাসপুর ও বড়াইগ্রামে দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

রেজাউল করিম রেজা/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।