কানাডার নির্বাচনে লিবারেল পার্টির জয়
কানাডার ২৪তম জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিজয়ী হয়েছে লিবারেল পার্টি। আর এ বিজয়ের ফলে দেশটির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু পিয়ারে ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো।
সর্বশেষ প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৩০৮টি আসনে লিবারেল পার্টি ১৯০টি, কনজারভেটিভ পার্টি ১০৩টি, ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ৩৫টি এবং বি কিউ ১০টি আসন পেয়েছে।
এরই মধ্যে ত্রুদোকে অভিনন্দনও জানিয়েছেন হার্পার। নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার কিছু পরই এ অভিনন্দন জানানো হয়েছে উল্লেখ করে কনজারভেটিভ নেতা বলেছেন, কোনোরকম দ্বিধা ছাড়াই তিনি ও তার দল এ ফলাফল মেনে নেবে।
এদিকে, লিবারেলদের বিজয়রথ যাত্রা শুরুর আগেই কনজারিভেটিভের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হার্পার। দল থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এসকেডি/পিআর