বেরোবিতে দুর্গাপূজার ছুটি শুরু ১৯ অক্টোবর
দুর্গাপূজা ও পবিত্র মহররম উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাডেমিক কার্যক্রম ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া শুধু ২২ অক্টোবর প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলেও তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত নিবন্ধক (রেজিস্ট্রার) মোর্শেদ উল আলম রনি জাগো নিউজকে বলেন, কোনো বিভাগ চাইলে ক্লাস-পরীক্ষা চালু রাখতে পারে।
২৩ ও ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ২৫ অক্টোবর থেকে প্রশাসনিক কার্যক্রম ও পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা শুরু হবে।
এসএস/এমএস