জয়ের দেখা পেল ব্রাজিল


প্রকাশিত: ০৩:২৩ এএম, ১৪ অক্টোবর ২০১৫

বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে উঠে দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ান ব্রাজিল। উইলিয়ানের জোড়া গোলে নিজেদের মাঠে ভেনিজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দুঙ্গার শিষ্যরা।

নিজেদের মাঠে খেলা শুরুর পর ৩৭ সেকেন্ডেই উইলিয়ানের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ত্রয়োদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু ডি-বক্সে বল পেয়েও গোলরক্ষকের দিকে মেরে দেন রিকার্দো অলিভিয়েরা।

তবে বিরতির কিছু আগে ব্যবধান দ্বিগুণ করতে ভুল করেননি উইলিয়ান। বাঁ দিক থেকে ফেলিপে লুইসের বাড়ানো বল অস্কার ছেড়ে দিলে ডি-বক্সের ভেতর ডান দিকে পেয়ে যান তিনি। দেরি না করে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করে গ্যালারির সমর্থকদের আনন্দে ভাসান চেলসির এই তারকা।

ম্যাচের ৬৪তম মিনিটে একটি গোল শোধ করে ফিফা র‌্যাকিংয়ে দক্ষিণ আমেরিকার সবচেয়ে নীচের দল ভেনেজুয়েলা। সতীর্থের হেড থেকে বল পেয়ে বল জালে জড়ান ক্রিস্তিয়ান সান্তোস। বিশ্বকাপের বাছাই পর্বের ইতিহাসে এই প্রথম ব্রাজিলের মাটিতে গোল পেল ভেনেজুয়েলা।

খেলার ৭৪তম মিনিটে অলিভিয়েরার হেড ব্রাজিলের জয় নিশ্চিত করে। দগলাস কস্তার ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডার বিপদমুক্ত করতে না পারায় বল পেয়েছিলেন নেইমারের অনুপস্থিতিতে খেলতে নামা ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই গোলের পরই কস্তার উঠিয়ে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা কাকাকে নামান কোচ দুঙ্গা।

ম্যাচের ৮৭তম মিনিটে আরেক বদলি খেলোয়াড় লুকাস লিমার ডান দিক থেকে নেওয়া ক্রসে মাথা লাগাতে পারেননি কাকা। শেষ বাঁশি বাজার আগে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন দানি আলভেসও। তবে আরও গোল না পেলেও স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।