পিঁপড়া খেয়ে বেঁচে ছিলেন ছয়দিন!


প্রকাশিত: ০৯:৩১ এএম, ১৩ অক্টোবর ২০১৫

মরুভূমিতে ছয় দিন ধরে নিখোঁজ থাকার পর এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ থাকাবস্থায় রেগ ফগার্ডি নামের ওই ব্যক্তি কালো পিঁপড়া খেয়ে জীবন রক্ষা করেন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার এক মরুভূমি থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

দেশটির পার্থ থেকে ৯৫০ কিলোমিটার উত্তরপূর্বে ওয়েস্ট অস্ট্রেলিয়ান গোল্ডফিল্ডের লাভার্টনের কাছে শুটার্স শেক ক্যাম্পে যাওয়ার সময় গত ৭ অক্টোবর তিনি নিখোঁজ হন। এ সময় তিনি শিকারের খোঁজে বের হয়েছিলেন।

পরে পরিবারের সদস্যরা পুলিশকে তার নিখোঁজের তথ্য জানান। এর পরই অনুসন্ধান নামে পুলিশ। মঙ্গলবার নিখোঁজ হওয়ার ১৫ কিলোমিটার দূর থেকে তাকে উদ্ধার করা হয়।

গোল্ডফিল্ড পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ফগারডি শেষ দু’দিন ধরে একই গাছের নিচে বসে ছিলেন। তার কাছে কোন পানি ছিল না। এ সময় তিনি কালো পিঁপড়া খেয়ে বেঁচে ছিলেন।

তিনি আরো বলেন, ফগারডিকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেই স্থানটি ছিলো অত্যন্ত গরম। এমন অবস্থা যে, সেখানে বেশির ভাগমানুষই বাঁচে না। উদ্ধারের সময় ফগারডি মারাত্মক পানি শূন্যতায় ভুগছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।